শব্দের অপপ্রয়োগ জনিত ভুল
শব্দ প্রয়োগের নিয়ম জানা থাকলে অপপ্রয়োগের হাত থেকে রেহাই পাওয়া যায়
নিচের শব্দের অপপ্রয়োগ এর কিছু উদাহরণ কারণসহ তুলে ধরা হলো
অশ্রুজল: চোখের জল অর্থে ব্যবহার অশুদ্ধ অশ্রু অর্থই চোখের জল
অজ্ঞানতা: অজ্ঞানতা শব্দটি অজ্ঞতা অর্থে প্রয়োগ অশুদ্ধ অজ্ঞানতা
শব্দের প্রকৃত অর্থ জ্ঞান শূন্যতা
আয়ত্তাধীন: অন্ত শব্দের অর্থই অধীন এরপর অধীন ব্যবহার বাহুল্য
আকন্ঠ পর্যন্ত: এখনতো শব্দই কন্ঠ পর্যন্ত বুঝাই এখানে পর্যন্ত ব্যবহার
বাহুল্য
আশ্চর্য: মূল অর্থ বিস্ময়কর বিশমিত অর্থে ব্যবহার প্রচলিত হলেও ভুল শুদ্ধ
ব্যবহার হবে আশ্চর্যান্বিত
ইদানিংকালে: ইদানিং অর্থ বর্তমান কাল এর সঙ্গে কাল যোগ করা অপপ্রয়োগ
খাঁটি গরুর দুধ: কথাটি অর্থহীন শুদ্ধরূপ হবে গরুর খাঁটি দুধ
জন্মবার্ষিকী: জন্মবার্ষিকী শব্দের যথেষ্ট এক্ষেত্রে স্ত্রী প্রত্যয় যোগ
বহুল প্রচলিত হল অশুদ্ধ
প্রেক্ষিত: মূল অর্থ প্রেক্ষণ বা দর্শন করা হয়েছে প্রেক্ষিত হচ্ছে
প্রেক্ষণ শব্দের বিশেষণ প্রেক্ষিত ও পটভূমি বা পারিভাষিক অর্থে প্রকৃত শব্দটি
ব্যবহার অশুদ্ধ
জন্মজয়ন্তী: জয়ন্তী শব্দের মাঝেই আছে জন্ম প্রসঙ্গ কাজেই জয়ন্তীর পূর্বে
জন্ম শব্দের ব্যবহার অশুদ্ধ
অত্র তত্র যত্রা: অস্ত্র শব্দের অর্থ এখানে তথ্য অর্থ সেখানে এবং
যত্ন শব্দের অর্থ যেখানে তাই অত্র বললে এই বোঝার কারণ নেই যেমন এই অফিস অর্থে অত্র
অফিস লিখলে অশুদ্ধ হবে
অন্তরীণ: অন্তরিণ শব্দের অর্থ কারাগারের বাইরে কাউকে আবদ্ধ করে রাখা অনেক
অন্তরিণ শব্দটিকে অন্তরীণ লিখে থাকেন যা প্রমিত বানান রীতি অনুযায়ী অশুদ্ধ
বৈদেহী বা বিদেহী:বিদেহ শব্দের অর্থ দেহশূন্য বা অশরীর। বিদেহ শব্দটি বিশ্লেষণ কিন্তু ঈ প্রত্যয় যোগে পুনরায় বিশ্লেষণ করা হয় বিদেহী প্রচলিত হলেও বিদেহী ও বৈদেহী উভয় শব্দের প্রয়োগে অশুদ্ধ
ভাষাভাষী: ভাষা ব্যবহারকারী অর্থে ভাষী যথার্থ যথেষ্ট ভাষাভাষী
প্রয়োগ অশুদ্ধ
শায়িত: শব্দের অর্থ স্মরণ করা হয়েছে এমন জিনিস নিজের শুয়ে আছেন তাঁকে শয়ান
বলা হয় শুয়ে আছেন অর্থে শায়িত শব্দের প্রয়োগ পরিচালিত হলেও অশুদ্ধ
সমৃদ্ধিশালী বা সম্পদশালী: সমৃদ্ধ বিশেষ্য শব্দের অর্থ সম্পদশালী বা
প্রাচুর্য যুক্ত করে বিশেষণ পদ বিশেষণ করা অর্থহীন ও অশুদ্ধ
ফলশ্রুতি: শব্দটির আভিধানিক অর্থ পুণ্যকর্ম করলে যে ফল হয় তার বিবরণ বা
তা শোনা। অফিস-আদালত স্কুল-কলেজ যে অর্থে ফলশ্রুতি লেখা হচ্ছে তা ভুল তার বদলে
ফলাফল ফল পরিণতি ব্যবহার শুদ্ধ
No comments