Header Ads

  • Breaking News

     

    শব্দের অপপ্রয়োগ জনিত ভুল

    শব্দ প্রয়োগের নিয়ম জানা থাকলে অপপ্রয়োগের হাত থেকে রেহাই পাওয়া যায় নিচের শব্দের অপপ্রয়োগ এর কিছু উদাহরণ কারণসহ তুলে ধরা হলো

    অশ্রুজল: চোখের জল অর্থে ব্যবহার অশুদ্ধ অশ্রু অর্থই চোখের জল

    অজ্ঞানতা: অজ্ঞানতা শব্দটি অজ্ঞতা অর্থে প্রয়োগ অশুদ্ধ অজ্ঞানতা শব্দের প্রকৃত অর্থ জ্ঞান শূন্যতা

    আয়ত্তাধীন: অন্ত শব্দের অর্থই অধীন এরপর অধীন ব্যবহার বাহুল্য

    আকন্ঠ পর্যন্ত: এখনতো শব্দই কন্ঠ পর্যন্ত বুঝাই এখানে পর্যন্ত ব্যবহার বাহুল্য

    আশ্চর্য: মূল অর্থ বিস্ময়কর বিশমিত অর্থে ব্যবহার প্রচলিত হলেও ভুল শুদ্ধ ব্যবহার হবে আশ্চর্যান্বিত

    ইদানিংকালে: ইদানিং অর্থ বর্তমান কাল এর সঙ্গে কাল যোগ করা অপপ্রয়োগ 

    খাঁটি গরুর দুধ: কথাটি অর্থহীন শুদ্ধরূপ হবে গরুর খাঁটি দুধ

    জন্মবার্ষিকী: জন্মবার্ষিকী শব্দের যথেষ্ট এক্ষেত্রে স্ত্রী প্রত্যয় যোগ বহুল প্রচলিত হল অশুদ্ধ

    প্রেক্ষিত: মূল অর্থ প্রেক্ষণ বা দর্শন করা হয়েছে প্রেক্ষিত হচ্ছে প্রেক্ষণ শব্দের বিশেষণ প্রেক্ষিত ও পটভূমি বা পারিভাষিক অর্থে প্রকৃত শব্দটি ব্যবহার অশুদ্ধ

    জন্মজয়ন্তী: জয়ন্তী শব্দের মাঝেই আছে জন্ম প্রসঙ্গ কাজেই জয়ন্তীর পূর্বে জন্ম শব্দের ব্যবহার অশুদ্ধ

    অত্র তত্র যত্রা: অস্ত্র শব্দের অর্থ এখানে তথ্য অর্থ সেখানে এবং যত্ন শব্দের অর্থ যেখানে তাই অত্র বললে এই বোঝার কারণ নেই যেমন এই অফিস অর্থে অত্র অফিস লিখলে অশুদ্ধ হবে

    অন্তরীণ: অন্তরিণ শব্দের অর্থ কারাগারের বাইরে কাউকে আবদ্ধ করে রাখা অনেক অন্তরিণ শব্দটিকে অন্তরীণ লিখে থাকেন যা প্রমিত বানান রীতি অনুযায়ী অশুদ্ধ

    বৈদেহী বা বিদেহী:বিদেহ শব্দের অর্থ দেহশূন্য বা অশরীর। বিদেহ শব্দটি বিশ্লেষণ কিন্তু ঈ প্রত্যয় যোগে পুনরায় বিশ্লেষণ করা হয় বিদেহী প্রচলিত হলেও বিদেহী ও বৈদেহী উভয় শব্দের প্রয়োগে অশুদ্ধ

    ভাষাভাষী: ভাষা ব্যবহারকারী অর্থে ভাষী যথার্থ যথেষ্ট  ভাষাভাষী প্রয়োগ অশুদ্ধ

    শায়িত: শব্দের অর্থ স্মরণ করা হয়েছে এমন জিনিস নিজের শুয়ে আছেন তাঁকে শয়ান বলা হয় শুয়ে আছেন অর্থে শায়িত শব্দের প্রয়োগ পরিচালিত হলেও অশুদ্ধ

    সমৃদ্ধিশালী বা সম্পদশালী: সমৃদ্ধ বিশেষ্য শব্দের অর্থ সম্পদশালী বা প্রাচুর্য যুক্ত করে বিশেষণ পদ বিশেষণ করা অর্থহীন ও অশুদ্ধ

    ফলশ্রুতি: শব্দটির আভিধানিক অর্থ পুণ্যকর্ম করলে যে ফল হয় তার বিবরণ বা তা শোনা। অফিস-আদালত স্কুল-কলেজ যে অর্থে ফলশ্রুতি লেখা হচ্ছে তা ভুল তার বদলে ফলাফল ফল পরিণতি ব্যবহার শুদ্ধ

     ********* পোষ্টটি যদি আপনাদের ভালোলেগে থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধৃদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের কোন বিষয় পোষ্ট দিলে ভালো হয় তাহা আপনারা কমেন্ট এর মাধ্যমে যানাবেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728