Header Ads

  • Breaking News

    ভাষার অপপ্রয়োগ

    বানান ভাষার প্রয়োগের একটি প্রধান অংশ । বানানরীতি সম্পর্কে অজ্ঞতার ঢলে শব্দের বানান বিভ্রান্তি ঘটে থাকে এ রকম কিছু অপপ্রয়োগের উদাহরণ নিচে দেয়া হলো :

    শব্দের গঠনগত অপপ্রয়োগ

    শব্দের গঠনরীতি সম্পর্কে অচ্ঞতার ফলে শব্দ ব্যবহারে বিভ্রান্তি ঘটে থাকে যেমন---

    অশুদ্ধ

    শুদ্ধ

    অশুদ্ধ

    শুদ্ধ

    অপেক্ষমান

    অপেক্ষমাণ

    প্রাণীবিদ্যা

    প্রাণিবিদ্যা

    উদগীরণ

    উদগিরণ

    মনোকষ্ট

    মনঃকষ্ট

    উল্লেখিত

    উল্লিখিত

    মন্ত্রীসভা

    মন্ত্রিসভা

    চোষ্য

    চুষ্য

    মন্ত্রীপরিষদ

    মন্ত্রিপরিষদ

    ছত্রছায়া

    ছত্রচ্ছায়া

    শিরচ্ছেদ

    শিরশ্ছেদ

     

    শব্দের গঠনগত অপপ্রয়োগ

    শব্দের গঠনরীতি সম্পর্কে অচ্ঞতার ফলে শব্দ ব্যবহারে বিভ্রান্তি ঘটে থাকে যেমন---

    অশুদ্ধ

    শুদ্ধ

    অশুদ্ধ

    শুদ্ধ

    অতলস্পর্শী

    অতলস্পর্শ

    কনিষ্ঠতম

    সর্ববনিষ্ঠ

    অর্ধাঙ্গিনী

    অর্ধাঙ্গী

    কর্তাগণ

    কর্তৃগণ

    আপ্রাণ

    প্রাণপণ

    কর্মকর্তাগণ

    কর্মকর্তৃগণ

    আয়ত্তাধীন

    আয়ত্ত

    সম্ভব

    সম্ভবপর

    আভ্যন্তরীণ

    অভ্যন্তরীণ

    কৃচ্ছ্রতা

    কৃচ্ছ্র

    ইতিপূর্বে

    ইতঃপূর্বে

    কেবলমাত্র

    কেবল/মাত্র

    ইতিমধ্যে

    ইতোমধ্যে

    চলমান

    চলন্ত

    একত্রিত

    একত্র

    নিঃশেষিত

    নিঃশেষ

    নিরাশা

    নৈরাশ্য

    সকাতর

    কাতার

    বিদ্বানজন

    বিদ্বজ্জন

    সঠিক

    ঠিক

    মু্হ্যমান

    মোহ্যমার

    সমতুল্য

    সম/তুল্য

    শুধুমাত্র

    শুধু/মাত্র

    ভাষাভাষী

    ভাষী



    প্রায় সমোচ্চারিত শব্দের বানান।

     শব্দের সঠিক অর্থ সম্পর্কে সম্যক জ্ঞান না থাকার কারণেও প্রয়ােগ বিভ্রান্তি ঘটে থাকে। এ বিভাজি বাক্যে ভুল শব্দ ব্যবহৃত হয়। যেমন

    শব্দ

    অর্থ

    শব্দ

    অর্থ

    অণু

    বস্তুর ক্ষুদ্রতম অংশ

    অবদান

    কীর্ত

    অনু

    পশ্চাৎ

    অবধান

    মনোযোগ

    অশ্ব

    ঘোড়া

    আদি

    প্রথম

    অশ্ম

    পাথর

    আধি

    বিপদ

    আবরণ

    আচ্ছাদন

    আবাস

    বাসস্থান

    আভরণ

    অলষ্কার

    আভাস

    ভূমিকা/আলাপ

    আষাঢ়

    বর্ষাঋতুর প্রথম মাস

    কাঁদা

    ক্রন্দন

    আসার।

    বৃষ্টি/জলকণা

    কাদা

    কর্দম

    গর্ব

    অহঙ্কার

    গাদা

    সুপ্ত/রাশি

    গর্ভ

    উদর/অভ্যন্তর

    গাধা

    গর্দভ

    ছাড়

    ত্যাগ/বাদপড়া

    জাল

    নকল

    ছার

    তুচ্ছ/নগণ্য/অধম

    জ্বালা

    আগুনের আচ/অগ্নিশিখা

    ডাকা

    আহ্বান করা

    দিন

    দিবস

    ঢাকা

    আবৃত করা

    দীন

    দরিদ্র/ধর্ম

    দীপ

    প্রদীপ

    নাড়ি

    ধমনী

    দ্বীপ

    হাতি

    নারী

    রমনী

    নীড়

    পাখির বাসা

    পদ্য

    কবিতা

    নীর

    জলপানি

    পদ্ম

    কমল

    বাক

    কথা বচন

    বিশ

    কুড়ি

    বাসি

    টাটকা নয়/অপরিস্কৃত

    বিষ

    গরল

    বাঁশী

    বংশী

    বিত্ত

    সম্পদ

    ভাষা

    কথা

    বৃত্ত

    গোল

    ভাসা

    জল বা বায়ুর উপর ভর করে থাকা

    শন

    শন গাছ

    শক্ত

    কঠিণ

    সন

    অব্দ/বছর

    সক্ত

    আসক্ত

    শপ্ত

    অভিশাপ

    শীত

    শীত ঋতু/শীতল

    সপ্ত

    সাত

    সিত

    ধবল বা সাদা

    সুত

    পুত্র

    হার

    পরাজয়/ অলঙ্কার বিশেষ

    সূত

    উৎপন্ন/জাত

    হাড়

    অস্থি

    সাক্ষর

    অক্ষরজ্ঞান সম্পূর্ন

     

     

    স্বাক্ষর

    দস্তক্ষত


     

     

    Download Model PDF File

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728