ভাষার অপপ্রয়োগ
বানান ভাষার প্রয়োগের একটি প্রধান অংশ । বানানরীতি সম্পর্কে অজ্ঞতার ঢলে শব্দের বানান বিভ্রান্তি ঘটে থাকে এ রকম কিছু অপপ্রয়োগের উদাহরণ নিচে দেয়া হলো :
শব্দের গঠনগত অপপ্রয়োগ
শব্দের গঠনরীতি সম্পর্কে অচ্ঞতার ফলে শব্দ ব্যবহারে বিভ্রান্তি ঘটে
থাকে যেমন---
অশুদ্ধ |
শুদ্ধ |
অশুদ্ধ |
শুদ্ধ |
অপেক্ষমান |
অপেক্ষমাণ
|
প্রাণীবিদ্যা |
প্রাণিবিদ্যা |
উদগীরণ
|
উদগিরণ
|
মনোকষ্ট |
মনঃকষ্ট |
উল্লেখিত |
উল্লিখিত |
মন্ত্রীসভা |
মন্ত্রিসভা |
চোষ্য |
চুষ্য |
মন্ত্রীপরিষদ |
মন্ত্রিপরিষদ |
ছত্রছায়া |
ছত্রচ্ছায়া |
শিরচ্ছেদ |
শিরশ্ছেদ |
শব্দের গঠনগত অপপ্রয়োগ

শব্দের গঠনরীতি সম্পর্কে অচ্ঞতার ফলে শব্দ ব্যবহারে বিভ্রান্তি ঘটে
থাকে যেমন---
অশুদ্ধ |
শুদ্ধ |
অশুদ্ধ |
শুদ্ধ |
অতলস্পর্শী |
অতলস্পর্শ |
কনিষ্ঠতম |
সর্ববনিষ্ঠ |
অর্ধাঙ্গিনী |
অর্ধাঙ্গী |
কর্তাগণ |
কর্তৃগণ |
আপ্রাণ |
প্রাণপণ |
কর্মকর্তাগণ |
কর্মকর্তৃগণ |
আয়ত্তাধীন |
আয়ত্ত |
সম্ভব |
সম্ভবপর |
আভ্যন্তরীণ |
অভ্যন্তরীণ |
কৃচ্ছ্রতা |
কৃচ্ছ্র |
ইতিপূর্বে |
ইতঃপূর্বে |
কেবলমাত্র |
কেবল/মাত্র |
ইতিমধ্যে |
ইতোমধ্যে |
চলমান |
চলন্ত |
একত্রিত |
একত্র |
নিঃশেষিত |
নিঃশেষ |
নিরাশা |
নৈরাশ্য |
সকাতর |
কাতার |
বিদ্বানজন |
বিদ্বজ্জন |
সঠিক |
ঠিক |
মু্হ্যমান |
মোহ্যমার |
সমতুল্য |
সম/তুল্য |
শুধুমাত্র |
শুধু/মাত্র |
ভাষাভাষী |
ভাষী |
প্রায় সমোচ্চারিত শব্দের বানান।
শব্দের সঠিক অর্থ সম্পর্কে সম্যক জ্ঞান না থাকার
কারণেও প্রয়ােগ বিভ্রান্তি ঘটে থাকে। এ বিভাজি বাক্যে ভুল শব্দ ব্যবহৃত হয়। যেমন—
শব্দ |
অর্থ |
শব্দ |
অর্থ |
অণু |
বস্তুর ক্ষুদ্রতম অংশ |
অবদান |
কীর্ত |
অনু |
পশ্চাৎ |
অবধান |
মনোযোগ |
অশ্ব |
ঘোড়া |
আদি |
প্রথম |
অশ্ম |
পাথর |
আধি |
বিপদ |
আবরণ |
আচ্ছাদন |
আবাস |
বাসস্থান |
আভরণ |
অলষ্কার |
আভাস |
ভূমিকা/আলাপ |
আষাঢ় |
বর্ষাঋতুর প্রথম মাস |
কাঁদা |
ক্রন্দন |
আসার। |
বৃষ্টি/জলকণা |
কাদা |
কর্দম |
গর্ব |
অহঙ্কার |
গাদা |
সুপ্ত/রাশি |
গর্ভ |
উদর/অভ্যন্তর |
গাধা |
গর্দভ |
ছাড় |
ত্যাগ/বাদপড়া |
জাল |
নকল |
ছার |
তুচ্ছ/নগণ্য/অধম |
জ্বালা |
আগুনের
আচ/অগ্নিশিখা |
ডাকা |
আহ্বান করা |
দিন |
দিবস |
ঢাকা |
আবৃত করা |
দীন |
দরিদ্র/ধর্ম |
দীপ |
প্রদীপ |
নাড়ি |
ধমনী |
দ্বীপ |
হাতি |
নারী |
রমনী |
নীড় |
পাখির বাসা |
পদ্য |
কবিতা |
নীর |
জলপানি |
পদ্ম |
কমল |
বাক |
কথা বচন |
বিশ |
কুড়ি |
বাসি |
টাটকা নয়/অপরিস্কৃত |
বিষ |
গরল |
বাঁশী |
বংশী |
বিত্ত |
সম্পদ |
ভাষা |
কথা |
বৃত্ত |
গোল |
ভাসা |
জল বা বায়ুর উপর ভর করে
থাকা |
শন |
শন গাছ |
শক্ত |
কঠিণ |
সন |
অব্দ/বছর |
সক্ত |
আসক্ত |
শপ্ত |
অভিশাপ |
শীত |
শীত ঋতু/শীতল |
সপ্ত |
সাত |
সিত |
ধবল বা সাদা |
সুত |
পুত্র |
হার |
পরাজয়/ অলঙ্কার বিশেষ |
সূত |
উৎপন্ন/জাত |
হাড় |
অস্থি |
সাক্ষর |
অক্ষরজ্ঞান সম্পূর্ন |
|
|
স্বাক্ষর |
দস্তক্ষত |
No comments